আন্তর্জাতিক ডেস্ক :
জার্মানিজুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ায় সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ হাঁস-মুরগি নিধন করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর— ডয়চে ভেলে। জার্মান প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ রোগে মানুষ আক্রান্ত হলেও সাধারণত দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
দেশটির নিয়ম অনুযায়ী, কোনো খামারে বার্ড ফ্লু শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে আক্রান্ত পাখিদের কালিং বা নিধন করতে হয়। সেই নীতিমালা অনুসারেই এই নিধন অভিযান পরিচালিত হয়েছে। হাঁস, মুরগি ও টার্কিসহ অন্তত পাঁচ লাখ পাখি ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে।
জার্মানির জাতীয় প্রাণীরোগ গবেষণা কেন্দ্র ফ্রেডরিখ লোফলার ইনস্টিটিউট (এফএলআই) জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলের খামারে মোট ৩১টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে, এবং রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে।
এফএলআই-এর এক মুখপাত্র বলেন, “পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে বর্তমান পরিসংখ্যান কেবলমাত্র একটি তাৎক্ষণিক চিত্র দিচ্ছে— প্রকৃত সংক্রমণের মাত্রা এর চেয়েও বেশি হতে পারে।”