নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-বরিশাল মহাসড়ক, উজিরপুর (২৮ অক্টোবর) – ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস আজ দুপুরে আগুনে পুড়ে গেছে। ধোঁয়া দেখে বাস থামালে যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম হন।
বাসের চালক মো. শাহজালাল জানান, সকাল ১১টায় যাত্রী নিয়ে বরিশাল থেকে খুলনার দিকে যাচ্ছিলেন। ইচলাদী টোল প্লাজায় পৌঁছানোর সময় বাসে ধোঁয়া দেখা দিলে যাত্রীরা চিৎকার শুরু করেন। গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে আগুনের চিহ্ন লক্ষ্য করেন। তবে সব যাত্রী নিরাপদে নামতে সক্ষম হন।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসার আব্দুর রশিদ নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। যাত্রীদের কেউ আহত হননি।”
আগুনের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় জানজট সৃষ্টি হয়, যা দুই ঘণ্টার মধ্যে সরানো যায়।