চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনের সঙ্গে পণ্যবোঝাই লরির সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তিনি পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা এবং স্থানীয় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রেনটি ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ একটি লরি রেললাইনে উঠে যায়। মুহূর্তেই লরিটি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়, এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গেটম্যানের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। গেট খোলা থাকায় দ্রুতগামী লরি ট্রেনের সামনে চলে আসে।
তিনি জানান, উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং উদ্ধার কাজ চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন, লাইনটি শুধু মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়। তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। দুর্ঘটনার পর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য বগিগুলো সিজিপিওয়াই স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে।