নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. সাজ্জাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ব্যানার টানানোকে কেন্দ্র করে রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সংঘর্ষ চলাকালে একাধিক গুলির শব্দ শোনা যায়। এতে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ মারা যান এবং আরও কয়েকজন আহত হন।
নিহত সাজ্জাদ কুমিল্লার মুরাদনগর উপজেলার হিরাকান্দা গ্রামের মো. আলমের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে পরিবারের সঙ্গে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৈয়দ শাহ রোড এলাকায় মেয়র শাহাদাত হোসেনের ছবিসহ একটি ব্যানার টানান মহানগর যুবদল নেতা বোরহান উদ্দিন। রাতে দল থেকে বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারীরা সেটি নামিয়ে ফেলার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় মো. সাজ্জাদকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।
নিহতের ভাই ইমরান জানান, রাত ২টার দিকে মায়ের ফোনে খবর পাই যে সাজ্জাদ হাসপাতালে। গিয়ে দেখি ও আর বেঁচে নেই।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় একজন নিহত হয়েছেন। তদন্ত চলছে।