অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোবারে অবস্থিত এন্ডেভার রুপার খনিতে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে ভূগর্ভস্থ বিস্ফোরণে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনায় খনির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী এক পুরুষ এবং ২০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজন ২০ বছর বয়সী নারীকে। তবে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা হয়নি। জরুরি পরিষেবা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়।
খনি পরিচালনা কোম্পানির নির্বাহী চেয়ারম্যান ডেভ স্প্রাউল বলেছেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা হতবাক এবং দুঃখিত। আমাদের সমবেদনা কর্মীদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি।”
অস্ট্রেলিয়ায় খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনা বিরল। সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সর্বশেষ বড় ধরনের খনি দুর্ঘটনা ২০১৫ সালে কুইন্সল্যান্ডে ঘটেছিল।
উল্লেখ্য, এ খনিতে রুপারের পাশাপাশি দস্তা ও সিসা ধাতুর উৎপাদন করা হতো। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।