আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের দক্ষিণাঞ্চল, কাফার কিলা এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল) রোববার (২৬ অক্টোবর) ইসরায়েলি সামরিক হামলার শিকার হয়েছে। ইউনিফিলের এক টহল দল ইসরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলাবর্ষণে আক্রান্ত হয়। তবে কোনও আহত বা ত্তন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউনিফিলের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “একই এলাকায় একটি ইসরায়েলি ড্রোন আমাদের টহল দলের ওপর দিয়ে উড়েছিল, যার ফলে আমাদের শান্তিরক্ষীরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়।”
তুর্কিভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইউনিফিল ১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনা করছে। ২০০৬ সালের ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের পর সংস্থাটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর রেজোলিউশনের অধীনে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করা হয়।
যুদ্ধবিরতি চুক্তি ২০২৪ সালের নভেম্বরে কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে বিমান হামলা চালিয়ে আসছে। চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েল ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করার কথা থাকলেও তারা কেবল আংশিকভাবে সৈন্য প্রত্যাহার করেছে এবং সীমান্তের পাঁচটি চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।