October 27, 2025, 2:01 pm
Headline :
চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি

পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে

আন্তর্জাতিক ডেস্ক :

খাইবার পাখতুনখোয়ার পেশোয়ার বিশ্ববিদ্যালয় কম শিক্ষার্থী ভর্তির কারণে চলতি শরৎকালীন সেমিস্টার থেকে ৯টি বিএস বিভাগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বন্ধ হওয়া বিভাগগুলো হলো:
উন্নয়ন অধ্যয়ন, ভূতত্ত্ব, ভূগোল, ইতিহাস, সামাজিক নৃবিজ্ঞান, পরিসংখ্যান, লজিস্টিকস ও সরবরাহ চেইন বিশ্লেষণ, মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা এবং গার্হস্থ্য অর্থনীতি। বিশ্ববিদ্যালয়ের নথি অনুযায়ী, এবার এই বিভাগগুলোতে ভর্তির সংখ্যা খুব কম ছিল। উদাহরণস্বরূপ, মানব উন্নয়ন ও পরিবারবিদ্যা বিভাগে একজন, উন্নয়ন অধ্যয়ন, লজিস্টিকস ও গার্হস্থ্য অর্থনীতি বিভাগে দুজন করে, ইতিহাস ও ভূগোল বিভাগে তিনজন করে, সামাজিক নৃবিজ্ঞানে পাঁচজন, পরিসংখ্যানে সাতজন এবং ভূগোলে ১৪জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো কোর্সে ভর্তির সংখ্যা ১৫ জনের কম হলে সেই ভর্তি বাতিল বলে গণ্য হবে। এ কারণে এসব বিভাগ আর চালু রাখা হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের পরামর্শ দিয়েছে। পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে মোট ৬৯টি বিভাগ রয়েছে এবং সাধারণত প্রতি বিভাগে ৪ বছরের বিএস কোর্সে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে গণিত, রসায়ন, সামাজিক কাজ, উর্দু, পশতু, সাংবাদিকতা ও গণযোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিভাগেও এবার কম শিক্ষার্থী ভর্তি হয়েছে।

অপরদিকে, ওষুধশাস্ত্র, ইংরেজি, মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, আইন, পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, অপরাধবিদ্যা ও ব্যবস্থাপনা বিজ্ঞানের মতো বিভাগে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র মনে করেন, অনেক শিক্ষার্থী বিভাগ বা বিষয় নির্বাচন করার আগে পর্যাপ্ত পরামর্শ পান না। এছাড়া সম্প্রতি চালু হওয়া সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান ও কম্পিউটার বিজ্ঞানের মতো কোর্সে শিক্ষার্থীদের আগ্রহ বেশি। অন্যদিকে, বাজারে চাহিদা কম থাকায় ভাষাভিত্তিক বিভাগে শিক্ষার্থীদের আকর্ষণ কমে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page