নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে পক্ষপাতের অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি ও ইউএনও হয়েছে।”
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নুর এ মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি কোনো ডিসি-এসপি পদায়নে সুপারিশ করেছি, তবে রাজনীতি থেকে ইস্তফা দেব।”
নিজের বক্তব্যের শুরু থেকেই নুর বিএনপি, জামায়াত ও এনসিপিকে নিশানা বানান। তিনি বলেন, “সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলিয়ে করেছে। এখন নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তিন দলই প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়াকেও অযথা উত্তেজনাপূর্ণ মনে করেন। তিনি বলেন, “গেজেটেও শাপলা প্রতীক নেই, শিক্ষিত মানুষ হয়ে এ নিয়ে ঠেলাঠেলি করার মানে হয় না।”