October 27, 2025, 10:12 am
Headline :
জায়েদ খানের বিয়ের গুঞ্জন: সত্যি নাকি শুধু আলোচনার বিষয়? আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) যুগে প্রবেশ করেছে। এই যুগে জ্ঞান, মেধা ও দক্ষতার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের উপযুক্ত ও ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত বিএনপি ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

‘মেধার বিকাশে প্রয়োজন নিয়মিত অনুশীলন’:
তারেক রহমান বলেন, “তোমরা মাদরাসা বা স্কুল—যেখানেই পড়াশোনা করো না কেন, মনে রাখতে হবে, সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে আধুনিক ও ব্যবহারিক শিক্ষায় দক্ষ হতে হবে। জ্ঞানে-বিজ্ঞানে এবং কারিগরি শিক্ষায় পারদর্শিতা অর্জন করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে যোগ্যতার প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে একনিষ্ঠতা, অধ্যবসায় ও দৃঢ় ইচ্ছাশক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “মেধা সহজাত হলেও এর বিকাশের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা ও ধারাবাহিক প্রচেষ্টা।”

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রতিশ্রুতি বিএনপির :
তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে তোলার পরিকল্পনা করছে। তিনি বলেন, “আগামী প্রজন্মকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা শুধু দেশের জন্য নয়, বৈশ্বিক প্রতিযোগিতায়ও নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে।”

মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় ১০ হাজারের বেশি শিক্ষার্থী :
খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, পাকুন্দিয়া উপজেলার ৮৪টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ২১১ জন শিক্ষার্থী চারটি গ্রুপে বিভক্ত হয়ে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
প্রতিটি গ্রুপের শীর্ষ ১০ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, এছাড়াও অংশগ্রহণকারী সবার জন্য দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতারা :
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, বিএনপির প্রেস উইং সদস্য সায়রুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আল আশরাফ মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page