October 27, 2025, 7:18 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

দিল্লিতে বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টিপাতের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মারাত্মক বায়ুদূষণ এবং ঘন ধোঁয়াশা কমানোর উদ্দেশ্যে প্রথমবার কৃত্রিম বৃষ্টিপাতের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ক্লাউড সিডিং’ পদ্ধতির মাধ্যমে মেঘে রাসায়নিক বীজ বপন করে বৃষ্টিপাত ঘটানো হবে, যা বাতাস থেকে ক্ষতিকারক কণা ও ধুলো কমাতে সাহায্য করবে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল থাকলে ২৯ অক্টোবর শহরে প্রথম কৃত্রিম বৃষ্টি ঘটানো হবে। আবহাওয়া দপ্তর ২৮, ২৯ ও ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার সম্ভাবনা দেখাচ্ছে। ইতিমধ্যে আইআইটি কানপুরের সহযোগিতায় উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলক বৃষ্টিপাত সম্পন্ন হয়েছে।

ক্লাউড সিডিং কী?
এটি আবহাওয়া নিয়ন্ত্রণের একটি কৌশল, যেখানে বিমান থেকে মেঘের ওপর সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড বা শুষ্ক বরফ স্প্রে করা হয়। রাসায়নিক কণাগুলো মেঘের জলকণাকে একত্রিত করে দ্রুত বৃষ্টি ঘটাতে সাহায্য করে। প্রায় ৩ কোটি মানুষের দিল্লি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীগুলোর মধ্যে স্থান পায়। শীতকালে খড় পোড়ানো, শিল্প কারখানা ও যানবাহনের নির্গমন বাতাসকে আরও দূষিত করে। দীপাবলির সময় আতশবাজি ও ধোঁয়া পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। বিশেষজ্ঞরা বলেন, এই সময়ে পিএম ২.৫ কণার মাত্রা WHO-র সীমার কয়েক গুণের বেশি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page