October 27, 2025, 4:57 am
Headline :

গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত

গাজায় ইসরায়েলি গণহত্যা ও ফিলিস্তিন দখলে ভারতের টাটা গ্রুপ জড়িত

অনলাইন ডেস্ক:

নিউ ইয়র্ক-ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন ‘সালাম’-এর এক গবেষণা প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ভারতের বৃহত্তম বহুজাতিক ব্যবসায়িক গ্রুপ টাটা ফিলিস্তিনে ইসরায়েলের দখল ও গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত। প্রতিবেদনে বলা হয়েছে, টাটার সহযোগিতা অস্ত্র, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি এবং যানবাহন খাতে বিস্তৃত।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এফ-১৬ যুদ্ধবিমান ও অ্যাপাচি হেলিকপ্টারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করে। এছাড়া বারাক-৮ ক্ষেপণাস্ত্রের কমান্ড সিস্টেম এবং ‘এমডিটি ডেভিড’ সাঁজোয়া যানগুলোর চ্যাসি সরবরাহেও টাটার ভূমিকা রয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ইসরায়েলের আর্থিক ও সরকারি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবকাঠামো সরবরাহ করে, যার মধ্যে বিতর্কিত ক্লাউড প্রোগ্রাম প্রজেক্ট নিম্বাস অন্তর্ভুক্ত। এসব প্রযুক্তি ইসরায়েলের নজরদারি ও ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের টাটা গ্রুপ তাদের দানশীল ভাবমূর্তি ও মার্কিন উপস্থিতি ব্যবহার করে কার্যক্রমকে রক্ষা করছে। নিউ ইয়র্ক-ভিত্তিক সংগঠন ২০২৪ সালের গ্রীষ্ম থেকে ‘#TataByeBye’ প্রচারণার মাধ্যমে এই যুদ্ধ অর্থনীতিকে উন্মোচিত করার চেষ্টা করছে।

প্রতিবেদনে ভারত-ইসরায়েল অংশীদারিত্বের ক্রমবর্ধমান সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা ক্ষেত্রে টাটার কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়েছে। ভারতের অস্ত্র রপ্তানি ও টাটার সরবরাহের মাধ্যমে গাজায় ইসরায়েলের অভিযান ও গণহত্যা কার্যক্রমে টাটার অবদানকে চিহ্নিত করা হয়েছে।

টাটা গ্রুপ এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page