October 27, 2025, 7:03 am
Headline :
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত কালামের সুখের সংসার এক মুহূর্তেই তছনছ সাভারে থুতু নিয়ে সংঘর্ষ, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ সোনাইমুড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীকে গলা কেটে হত্যা, সহপাঠী আটক এ যেন এক অভিশপ্ত মাস, ২৩ দিনে ঝরে গেলো জবির পাঁচ শিক্ষার্থীর প্রাণ দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি দেড় লাখ কোটি টাকার বেশি

কায়রোতে ফিলিস্তিনি সংগঠনগুলোর বৈঠক: দখলদার বাহিনীকে গাজা ত্যাগ করতে হবে

কায়রোতে ফিলিস্তিনি সংগঠনগুলোর বৈঠক: দখলদার বাহিনীকে গাজা ত্যাগ করতে হবে

অনলাইন ডেস্ক,

মিশরের রাজধানী কায়রোতে দুই দিনব্যাপী বৈঠক শেষে শুক্রবার (২৪ অক্টোবর) ফিলিস্তিনি প্রতিরোধ নেতারা একটি যৌথ বিবৃতি দিয়ে আহ্বান জানিয়েছেন — দখলদার ইসরায়েলি বাহিনী অবিলম্বে গাজা ত্যাগ করবে, অবরোধ উঠিয়ে দেয়া হবে এবং দ্রুত পূনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে। মিশর সরকারের আমন্ত্রণে এবং প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল‑সিসির সহযোগিতায় আয়োজিত ওই বৈঠকে অংশ নেয় ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতারা।

বৈঠকে প্রধান দাবি ও সিদ্ধান্তগুলো সংশ্লেষ করলে উঠে এসেছে— গাজায় যে যুদ্ধবিরতি হয় তা পুরণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে; দখলদার বাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে; অবরোধ শীঘ্রই তুলে নেওয়া হবে; এবং মানবিক সহায়তা ও পুনর্গঠনের জন্য অবাধ প্রবেশ পথ খুলতে হবে।

বৈঠকে অংশ নেওয়া দলসমূহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দ্বিতীয় ধাপ’ প্রস্তাব এবং ফিলিস্তিনের জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে একটি জাতীয় সংলাপ আয়োজনের প্রস্তুতিও করেছে। তারা একই সঙ্গে গাজা, পশ্চিম তীর ও বায়তুল মুকাদ্দাসে যে কোনো ধরনের দখল‑সংযুক্তি বা জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনার কঠোর নিন্দা জানিয়েছে।

ইসলামিক জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন‑নাখালা বৈঠকে বলেন, “গাজায় যুদ্ধবিরতি কেবল তখনই টিকবে, যখন দুই পক্ষ—ফিলিস্তিন ও ইসরায়েল—তাদের প্রতিশ্রুতি পালন করবে। ইসরায়েল চুক্তিভঙ্গ না করলে আমরা যুদ্ধবিরতিতে অটল থাকব না।”

হামাসের মুখপাত্র হাযেম কাসেম বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে অর্জিত প্রতিটি যুদ্ধবিরতির ধাপে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল যেন বিমান হামলা বন্ধ করে, অবরোধ তুলে নেয় এবং মানবিক সহায়তা ঢুকতে দেয় — এটাই আমাদের দাবী।” তিনি আরও জানিয়েছেন, হামাস যুদ্ধ‑পরবর্তী গাজার শাসন কাঠামো ও অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য সর্বজনীন ফিলিস্তিনি ঐক্যমত্য গঠনে আগ্রহী।

বৈঠকের শেষ পর্যায়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারযুক বলেন, গাজার বিস্তীর্ণ ধ্বংসযজ্ঞের দায় দখলদার ইসরায়েলের ওপর; তাই পুনর্গঠনের সম্পূর্ণ ব্যয়ও তাদেরই বহন করতে হবে। তিনি রুশ সংবাদমাধ্যমকে বলেন, “গাজা পুনর্গঠন না হলে লাখ লাখ মানুষকে ঘর, আশ্রয় ও জীবিকা ফিরিয়ে দেয়া সম্ভব হবে না — এটি তাদের মৌলিক অধিকার।”

ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল‑হুথি বৈঠকে বলেন, ইয়েমেন ইসরায়েলের যুদ্ধবিরতি পালন কতোটা করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে, যাতে ইসরায়েলের কোন উসকানি বা লাললাইন অতিক্রমের জবাবে ব্যবস্থা নেয়া যায়।

বৈঠকের যৌথ বিবৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে— গাজার মানুষের দ্রুত মানবিক তৎপরতা ও পূনর্গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং অবরোধ অচিরেই শিথিল করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page