October 27, 2025, 9:57 am
Headline :
আর্জেন্টিনার সংসদ নির্বাচনে প্রেসিডেন্ট মাইলির দলের বিপুল জয় সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ঐক্যের বার্তা সালাহউদ্দিন আহমদের ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব বাংলাদেশে সীমিত উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া অধিদপ্তর হবিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা বাস উল্টে নিহত ১, আহত অন্তত ৩০ হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় বাস খাদে উল্টে নিহত ১, আহত ২০ জলাভূমি ও দেশীয় মাছ বাঁচাতে রাজশাহীতে জেলেদের মানববন্ধন বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না করো না’— দাফন শেষে আহাজারিতে ভারী কালামের বাড়ি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বৃহস্পতিবার ইসির সঙ্গে ৩১ মন্ত্রণালয়ের বৈঠক ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

ইসরাইলের দাবি: ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার আব্বাস কার্কি নিহত

অনলাইন ডেস্ক:
দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্ট সদর দপ্তরের লজিস্টিক প্রধান কমান্ডার আব্বাস হাসান কার্কি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবার (২৪ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে আইডিএফ জানায়, ভোরের দিকে নাবাতিহ শহরের কাছাকাছি তুল এলাকায় গাড়িতে ভ্রমণের সময় কার্কিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে আব্বাস কার্কি হিজবুল্লাহর যুদ্ধ সক্ষমতা পুনর্গঠন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি দক্ষিণ লেবাননে অস্ত্র পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থাপনা ছাড়াও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি বাহিনীর দাবি, কার্কির এসব কর্মকাণ্ড ইসরাইল-লেবানন সমঝোতা লঙ্ঘন করেছে। অন্যদিকে, লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুল এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় দুটি প্রাণহানি ও দুজন আহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার কার্কি রয়েছেন কিনা—সে বিষয়ে মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয়, যা ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারি হিসাব অনুযায়ী, এ সংঘাতে অন্তত ৪ হাজারের বেশি মানুষ নিহত, ১৭ হাজার আহত এবং ১৪ লাখের বেশি লেবানিস বাস্তুচ্যুত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তি হলেও, ইসরাইল এখনও দক্ষিণ লেবাননের কয়েকটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে এবং প্রায় প্রতিদিনই সেখানে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরাইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page