আন্তর্জাতিক ডেস্ক :
এক সিনিয়র মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, গাজার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তীব্র প্রতিক্রিয়া ভোগ করতে হবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ছাড়বেন না। অভিযোগটি উঠে আসে সেই একই সময়ে যখন ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্তকরণ সংক্রান্ত দুইটি বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে।
বার্তাসংস্থা আনাদোলুর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানেল-১২-এর এক অনুষ্ঠানে অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদকে উদ্ধৃত করে ওই মার্কিন কর্মকর্তার দাবি, “নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যের ওপর হাঁটছেন। যদি তিনি এভাবে চলতে থাকেন এবং গাজা চুক্তি নষ্ট করেন, তবে ট্রাম্প তাকে ছাড়বেন না।”
মার্কিন ওই সূত্র আরও জানায়, পার্লামেন্টের এই ভোটাভুটির খবরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বিগ্ন হয়েছেন। ইসরায়েল সফর শেষে ফিরে এসে ভ্যান্স বলেন, যদি পশ্চিম তীর সংযুক্তকরণ নিয়ে করা ভোটটি কেবল “রাজনৈতিক নাটক” হয়ে থাকে, তবে সেটি “অত্যন্ত বোকামি” — এবং তিনি এতে “ক্ষুব্ধ”।
এক ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল-১২কে জানান, পার্লামেন্টে ওই ভোটের ফলে যে কঠোর প্রতিক্রিয়া আসতে পারে তা নেতানিয়াহুকে আগেই জানানো হয়েছিল; পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্লেখ্য, নেসেট বুধবার পশ্চিম তীরের কিছু অংশ সংযুক্ত করার দুটি বিল প্রাথমিকভাবে অনুমোদন করেছে; এগুলো আইন হিসেবে পরিণত হলে আরও তিন ধাপে পাশ হতে হবে।
এই ভোটাভুটিটি এমন এক সময়ে আসে যখন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যভাবে পূর্বে জানিয়েছিলেন যে তিনি পশ্চিম তীরকে দখল করার সিদ্ধান্তকে সমর্থন করবেন না। কূটনৈতিক উত্তেজনার মধ্যে এখন প্রধান প্রশ্ন হলো — ইসরায়েল কি পারস্পরিক আলোচনার মাধ্যমে গাজা চুক্তি রক্ষা করবে, নাকি জাতীয় আইন প্রণয়ে পরিস্থিতি আরও জটিল হবে।