আন্তর্জাতিক ডেস্ক :
কেরালার প্রামাদম স্টেডিয়ামে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার অবতরণের সময় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বুধবার (২২ অক্টোবর) অবতরণের পর হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়লে হেলিকপ্টারটি সাময়িকভাবে বেসামাল হয়ে পড়ে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু।
নেই কোনো হতাহত, নিরাপদ রাষ্ট্রপতি :
ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাষ্ট্রপতি মুর্মু অক্ষত রয়েছেন এবং ঘটনার সময় হেলিকপ্টারে থাকা অন্যরাও নিরাপদে ছিলেন। কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
হেলিপ্যাড প্রস্তুত ছিল না সম্পূর্ণভাবে :
স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মূলত খারাপ আবহাওয়ার কারণে পূর্ব নির্ধারিত অবতরণস্থল পাম্বার নিকটবর্তী নীলক্কাল থেকে স্থানান্তর করে শেষ মুহূর্তে প্রামাদম স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়। ফলে মঙ্গলবার গভীর রাতেই তড়িঘড়ি করে সেখানে হেলিপ্যাড নির্মাণ করা হয়। তিনি বলেন, “হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি জমে না ওঠায় রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণের সময় এর ভার সইতে পারেনি। ফলে হেলিকপ্টারের চাকার নিচে মাটি দেবে যায় এবং ফাটল দেখা দেয়।”
তৎপর উদ্ধার অভিযান, ভাইরাল ভিডিও :
দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে হেলিকপ্টারটিকে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কোনো ঝুঁকি না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনাটির একটি ভিডিও ভারতের সংবাদ সংস্থা এএনআই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, যা ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।