আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার একাধিক বৈঠক উত্তপ্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, যা একপর্যায়ে ‘চিৎকার-চেঁচামেচিতে’ রূপ নেয়। বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে সতর্ক করে বলেন, “আপনি যদি আপস না করেন, তাহলে রাশিয়া আপনাদের ধ্বংস করে দেবে।”
সূত্র মতে, ট্রাম্প বারবার পুতিনের বক্তব্যের উদ্ধৃতি দেন এবং ইউক্রেনকে দোনবাস অঞ্চল মস্কোর হাতে তুলে দিতে বলেন। ইউরোপীয় এক কর্মকর্তার বরাতে ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, ট্রাম্প জেলেনস্কিকে বলেছেন, পুতিন এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দেখেন, এবং সেটিকে পূর্ণ যুদ্ধ বলার মানেই হচ্ছে বিষয়টিকে বাড়িয়ে দেখা।
‘তুমি হারতে বসেছো’: ট্রাম্প:-
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প জেলেনস্কিকে সোজাসাপ্টা বলেন, “তুমি যুদ্ধে হেরে যাচ্ছো। পুতিন চাইলে তোমাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলবে।” আলোচনার একপর্যায়ে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের মানচিত্র একপাশে সরিয়ে রেখে জানান, তিনি এ বিষয়ে দিক হারিয়ে ফেলেছেন। ট্রাম্পের কথায় স্পষ্ট হতাশা প্রকাশ পায়, তিনি বলেন, “এই রেড লাইন আসলে কোথায়, আমি জানিও না। আমি কখনো সেখানে যাইনি।”
জেলেনস্কির প্রতিক্রিয়া অজানা, প্রশ্ন উঠছে ট্রাম্পের অবস্থান নিয়ে :-
বৈঠকে জেলেনস্কির প্রতিক্রিয়া কেমন ছিল, তা পরিষ্কার নয়। তবে এই রিপোর্ট প্রকাশের পর আন্তর্জাতিক পরিসরে ট্রাম্পের অবস্থান ও পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্ট হিসেবে এমন অবস্থান শুধু কূটনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবে বিপজ্জনক বার্তা দিতে পারে—বিশেষ করে এমন একটি সময়ে যখন ইউক্রেন এখনো রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।