আন্তর্জাতিক ডেস্ক
গাজায় আবারও সামরিক অভিযান শুরুর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের একাধিক মন্ত্রী। এর মধ্যে রয়েছেন অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি ও মন্ত্রিসভার সদস্য আভি ডিচটার।
রোববার (১৯ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, বেন-গভির এক্স-এ পোস্ট দিয়ে বলেন, তিনি চান “ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধ সম্পূর্ণভাবে পুনরায় শুরু করুক।”
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সকালে গাজাজুড়ে কয়েক দফা বিমান হামলার পরই মন্ত্রীদের এই বক্তব্য আসে।
অর্থমন্ত্রী স্মোট্রিচ এক শব্দে তার অবস্থান স্পষ্ট করেছেন— “যুদ্ধ!”
অন্যদিকে প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, “যতদিন হামাস থাকবে, যুদ্ধ থামবে না।”
মন্ত্রিসভার সদস্য আভি ডিচটার গাজার পরিস্থিতিকে “কঠিন ও জটিল” বলে উল্লেখ করেছেন। তিনি হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগও তুলেছেন।
ডিচটার বলেন, “সব জীবিত জিম্মি এখন আমাদের নিয়ন্ত্রণে। পরিস্থিতি বদলে গেছে। হামাসকে নিরস্ত্র করতে ইসরায়েল কোনোভাবেই পিছু হটবে না।”
মার্কিন মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও কয়েকদিনের মাথায় ইসরায়েলি মন্ত্রীদের এই অবস্থান নতুন করে আশঙ্কা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, এই অবস্থান যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।