আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। শনিবার (১৮ অক্টোবর) দোহায় শুরু হতে যাওয়া শান্তি সংলাপ শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বলবৎ থাকবে। খবর—জিও নিউজ।
শান্তি সংলাপ শুরু দোহায় আজ দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হচ্ছে। পাকিস্তানি প্রতিনিধিরা আজই রওনা হবেন, যদিও রয়টার্সের আগে দেওয়া এক খবরে বলা হয়েছিল, তারা শুক্রবারই পৌঁছেছেন। আফগান প্রতিনিধিরাও আজ দোহায় যাবেন। উত্তেজনার পেছনের প্রেক্ষাপট গত ৯ অক্টোবর রাতে কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যেখানে নিহত হন টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ ও আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। এরপর ১১ অক্টোবর আফগান বাহিনী পাল্টা হামলা চালায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী সেনা চৌকিতে। পাল্টাপাল্টি হামলা চলে ১৪ অক্টোবর পর্যন্ত।
পাক সেনাবাহিনীর আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর) জানায়, এই সংঘাতে ২শ’র বেশি তালেবান যোদ্ধা এবং ২৩ জন পাক সেনা নিহত হন। প্রথম যুদ্ধবিরতি ও তা ভঙ্গের ঘটনা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৫ অক্টোবর উভয় দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা ১৭ অক্টোবর দুপুর ১টায় শেষ হয়। কিন্তু সেই দিনই আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত ও দেড় শতাধিক আহত হন বলে দাবি করা হয়। এরপর রাতেই আবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয় কাবুল ও ইসলামাবাদ। নজর এখন দোহা সংলাপে বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির ভবিষ্যৎ নির্ভর করছে আজ দোহায় শুরু হওয়া সরকারি পর্যায়ের শান্তি সংলাপের ফলাফলের ওপর।