রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ও এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে তারা নিজ নিজ ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন। “মতের পার্থক্য থাকলেও লক্ষ্য অভিন্ন”—আবীর শেখ নূর উদ্দিন আবীর লিখেছেন, “বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন। মতের পার্থক্য থাকলেও আমাদের লক্ষ্য অভিন্ন—একটি নিরাপদ, শিক্ষার্থী-বান্ধব ও আধুনিক বিশ্ববিদ্যালয়।”
তিনি রাকসু নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। “শিক্ষার্থীদের ভালোবাসার প্রতি দায়বদ্ধ”—এষা এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা লিখেছেন, “শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত। যে ভালোবাসা পেয়েছি, তা অকল্পনীয়। এই ভালোবাসার প্রতি দায়বদ্ধ থেকে আমি কাজ করে যাব।” ফলাফল: শিবির সমর্থিত প্রার্থীদের জয় রাকসু নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ভিপি পদে সম্মিলিত শিক্ষার্থী জোট (ছাত্রশিবির) সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ জয়ী হয়েছেন (১২,৬৮৭ ভোট)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবীর (৩,৩৯৭ ভোট)। এজিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত এস এম সালমান সাব্বির (৬,৯৭১ ভোট), তার পরেই ছিলেন এষা (৫,৯৪১ ভোট)।