October 27, 2025, 2:44 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কান্দাহারে নিহত ৪০

পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কান্দাহারে নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ১৭৯ জন আহত হয়েছেন। আহত ও নিহতের মধ্যে অনেকেই নারী ও শিশু। আহতদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন।

স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের খুব কাছে অবস্থিত। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা জানিয়েছে, হামলার লক্ষ্য শুধুমাত্র বেসামরিক নাগরিকরা।

পাকিস্তান ও আফগানিস্তানের সেনাবাহিনীর মধ্যে সীমান্তে সংঘাত চলছিল ১১ অক্টোবর থেকে। ১৫ অক্টোবর ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষিত হয়েছিল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান এ বিমান হামলা চালায়।

হামলার শিকার হাজি বাহরাম বলেন, “আমি এমন বর্বরতা আগে কখনও দেখিনি। নারী, শিশু ও বেসামরিক লোকের ওপর আক্রমণ করা সত্যিই অমানবিক।”

বিমান হামলার পাশাপাশি পাকিস্তানি স্থলবাহিনী স্পিন বোলদাকের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবা এলাকায় আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে। এতে বাড়িঘর ও দোকান ধ্বংস হয়ে গেছে।

এই সাম্প্রতিক সংঘাতের পেছনে রয়েছে পাকিস্তানের তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের তালেবান সরকার এই গোষ্ঠীর আশ্রয় দিচ্ছে। তবে কাবুল সব অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ ঘটনার প্রেক্ষাপট হিসেবে, ৯ অক্টোবর আফগানিস্তানের কাবুলে পাকিস্তানি বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ নিহত হন। এর পর ১১ অক্টোবর থেকে সীমান্তে তীব্র সংঘাত শুরু হয়।

সূত্র: তোলো নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page