January 12, 2026, 8:51 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

গাজার জন্য ৯০০ টন খাদ্যসামগ্রী নিয়ে তুরস্কের মানবিক জাহাজ রওনা

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জন্য বিশাল মানবিক সহায়তা নিয়ে তুরস্ক থেকে যাত্রা শুরু করেছে একটি খাদ্যবাহী জাহাজ। প্রায় ৯০০ টন খাদ্যসামগ্রী বহনকারী জাহাজটি মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কের মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে মিসরের আল আরিশ বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এই উদ্যোগ বাস্তবায়ন করছে তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD)। সহায়তায় রয়েছে মিসরীয় রেড ক্রিসেন্ট এবং ১৭টি বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)।
কী রয়েছে জাহাজে?
জাহাজটিতে রয়েছে:
রেডি টু ইট (তৎক্ষণাৎ খাওয়ার উপযোগী) খাবার বিভিন্ন কৌটাজাত খাদ্য শিশুদের জন্য দুধ ও ফর্মুলা এই খাদ্যসামগ্রী মিসরের হয়ে গাজায় প্রবেশ করবে কারিম আবু সালেম ক্রসিং দিয়ে — যা গাজা ও ইসরায়েল সীমান্তের একটি নির্ধারিত পয়েন্ট।

মন্ত্রী বিদায় জানালেন
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকিয়া জাহাজটিকে বন্দরে বিদায় জানান। তিনি বলেন:
“আজ আরেকটি মানবিক সহায়তা জাহাজ গাজার পথে রওনা হলো। এতে রয়েছে ৯০০ টন সাধারণ খাবার, কৌটাজাত খাদ্য এবং শিশুদের জন্য ফর্মুলা।”
চলমান সংকট ও তুরস্কের সহায়তা ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া সংঘাতের পর, গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল। এতে খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে যায়, এবং ভয়াবহ সংকটের মুখে পড়ে সাধারণ জনগণ। সঙ্কটের শুরু থেকেই গাজার পাশে দাঁড়িয়ে এসেছে তুরস্ক। এখন পর্যন্ত তারা ১৭টি জাহাজ ও ১৪টি বিমান মারফত খাদ্য সহায়তা পাঠিয়েছে। হতাহতের ভয়াবহ চিত্র এই সংঘাতে এখন পর্যন্ত:
নিহত হয়েছেন ৬৭,০০০+ ফিলিস্তিনি
আহত হয়েছেন ২,০০,০০০+ মানুষ
যুদ্ধবিরতি ও মানবিক আশার ক্ষীণ আলো সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও এটির স্থায়িত্ব অনিশ্চিত, তবু তুরস্কের মত দেশগুলো এই সুযোগে মানবিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *