October 27, 2025, 3:03 pm
Headline :
তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম বাতিল চার মাসে মোংলায় নোঙর করেছে ২৫৫ বিদেশি জাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্ক হামলা শুধুমাত্র কিছু আসনের জন্য এনসিপি জোট করবে না: সারজিস আলম প্রাথমিকের পাঁচ ক্যাটাগরিতে ১৬৪ পদে নিয়োগের ফল প্রকাশ বিএনপি তিন বছর আগে থেকেই সংস্কার প্রক্রিয়া শুরু করেছে: মঈন খান নির্বাচনের প্রস্তুতি ৯০-৯৫ শতাংশে: ইসি সচিব যুক্তরাষ্ট্রে ‘বেজবাবা’ সুমনের সঙ্গে মঞ্চ মাতালেন আসিফ আকবর পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগ বন্ধ, কম শিক্ষার্থী ভর্তির কারণে জাপানে এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের অগ্রগতি: প্রধান উপদেষ্টার সঙ্গে এনবিসিসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভৈরবের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভৈরবের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

স্টাফ রিপোর্টার

ভৈরবের উত্তরপাড়ায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের পৈতৃক বাড়িটি এখন একটি কিন্ডারগার্টেন স্কুলে পরিণত হয়েছে। একসময় রাজনৈতিক তৎপরতা ও অতিথি সমাগমে সরব থাকা বাড়িটি আজ শিশুদের পাঠশালা—‘সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল’।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় আন্দোলনকারীদের হামলায় বাড়িটিতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটে। সে সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না। ওই ঘটনার পর থেকে দীর্ঘ এক বছর ধরে পরিত্যক্ত ছিল ঐতিহাসিক এই বাসভবনটি, যা স্থানীয়ভাবে পরিচিত ‘আইভি ভবন’ নামে—জিল্লুর রহমানের প্রয়াত স্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের স্মৃতিতে নামকরণ করা।

সরকার পরিবর্তনের পর জিল্লুর রহমানের একমাত্র ছেলে, সাবেক সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিনি সপরিবারে বিদেশে চলে গেছেন।

সম্প্রতি হঠাৎ এলাকাবাসীর চোখে পড়ে, পরিত্যক্ত সেই ভবনে খুলেছে একটি কিন্ডারগার্টেন। খোঁজ নিয়ে জানা যায়, বাসভবনটির নিচতলা ভাড়া নিয়ে সেখানে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল চালু করেছে স্থানীয় উদ্যোক্তারা। স্কুলটি পরিচালনা করছেন ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। তিনি জানান, জিল্লুর রহমানের চাচাতো ভাই মরহুম তারা মিয়ার ছেলে নঈম আহমেদ স্কুলটির অংশীদার হিসেবে ভাড়ার ব্যবস্থা করেন।

অধ্যক্ষ বাসেত বলেন, “আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। তখন তারা মিয়া আমার পার্টনার ছিলেন, এখন তার ছেলে নঈম সেই দায়িত্বে আছে। নঈম জিল্লুর রহমানের পরিবারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে বাড়িটি আমাদের ভাড়ায় দেন। ৫ আগস্টের ঘটনায় বাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি সংস্কারে অনেক টাকা খরচ করেছি—যা ভাড়া থেকে পরিশোধের বিষয়ে সমঝোতা হয়েছে।”

তিনি আরও জানান, স্কুলটি শুধুমাত্র নিচতলায় পরিচালিত হচ্ছে; দোতলাটি ভাড়া নেওয়া হয়নি। “শিক্ষার্থীদের পদচারণায় এখন এই বাড়িটি আবার জীবন্ত হয়ে উঠেছে,” বলেন অধ্যক্ষ বাসেত।

স্কুলের অংশীদার নঈম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জিল্লুর রহমানের পরিবারের কারও সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি। তাঁর দুই মেয়ে বর্তমানে কোথায় আছেন, তা স্থানীয়রাও নিশ্চিত করে বলতে পারেননি।

স্বাধীনতার পর কিশোরগঞ্জ-৬ (ভৈরব–কুলিয়ারচর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জিল্লুর রহমান। পরে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তাঁর ছেলে নাজমুল হাসান পাপন একই আসন থেকে চারবার এমপি হন।

একসময় রাজনৈতিক তীর্থস্থান হিসেবে পরিচিত ছিল এই আইভি ভবন। আজ সেটিই শিশুদের হাসি-খেলায় মুখরিত—এক অন্যরকম ইতিহাসের সাক্ষী হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page