October 27, 2025, 5:07 pm
Headline :

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় ভয়াবহ গোলাগুলি: নিহত ৪, আহত অন্তত ২০ জন

যুক্তরাষ্ট্রে রেস্তোরাঁয় ভয়াবহ গোলাগুলি: নিহত ৪, আহত অন্তত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সাউথ ক্যারোলিনায় এক রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১টার কিছু আগে সেন্ট হেলেনা দ্বীপের ‘উইলিস বার অ্যান্ড গ্রিল’ নামের রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে। বেফোর্ট কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখে।

শেরিফের দপ্তর জানিয়েছে, গুলিবর্ষণের কারণ বা হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনাস্থল ঘিরে বিস্তৃত তদন্ত শুরু হয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গোলাগুলিতে নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন প্রায় দুই ডজন মানুষ, যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সময় রেস্তোরাঁটিতে কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, “এটি সবার জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। আমরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনব।”

দক্ষিণ ক্যারোলিনার সেন্ট হেলেনা দ্বীপ আফ্রিকান দাসদের বংশধর গাল্লাহ গিচি জনগোষ্ঠীর সংস্কৃতির অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। যে রেস্তোরাঁয় গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটি নিজেকে দ্বীপের “প্রকৃত গাল্লাহ খাবারের একমাত্র পরিবেশক” বলে দাবি করে।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, অন্তত চার বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হলেই তাকে গণ-গোলাগুলির ঘটনা হিসেবে গণ্য করা হয়। দেশটিতে গত এক দশকে এমন গণ-গুলিবর্ষণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page