October 27, 2025, 5:02 pm
Headline :

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন, নিচ্ছেন রেডিয়েশন ও হরমোন থেরাপি

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত বাইডেন, নিচ্ছেন রেডিয়েশন ও হরমোন থেরাপি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রেডিয়েশন ও হরমোনভিত্তিক চিকিৎসা নিচ্ছেন। শনিবার বাইডেনের মুখপাত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বক্তব্যে বলা হয়, “প্রোস্টেট ক্যানসার চিকিৎসার অংশ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে রেডিয়েশন থেরাপি এবং হরমোন থেরাপি নিচ্ছেন।” প্রসঙ্গত, ৮২ বছর বয়সী বাইডেনের প্রোস্টেট ক্যানসার প্রথম প্রকাশ্যে আসে গত মে মাসে। তার দপ্তর তখন জানিয়েছিল, ক্যানসারটি শরীরের হাড়েও ছড়িয়ে পড়েছে।

ক্যানসার মোকাবেলায় বাইডেনের আশাবাদী বার্তা রোগ শনাক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বাইডেন লেখেন,
“ক্যানসার আমাদের সবাইকে স্পর্শ করে। আপনাদের অনেকের মতো, জিল ও আমিও বুঝতে শিখেছি—ভঙ্গুর অবস্থায় আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হই। ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।” উল্লেখযোগ্যভাবে, বাইডেনের বড় ছেলে বিউ বাইডেন ২০১৫ সালে ক্যানসারে মারা যান।

অত্যন্ত আগ্রাসী ক্যানসার, তবে সাড়া দিচ্ছে থেরাপিতে ৎবাইডেনের চিকিৎসা–সম্পর্কিত তথ্য অনুযায়ী, তার ‘গ্লিসন স্কোর’ ৯, যা ক্যানসারের আক্রমণাত্মক প্রকৃতি নির্দেশ করে। গ্লিসন স্কোর ৮ থেকে ১০ হলে সাধারণত তা বেশি মাত্রায় বিপজ্জনক বলে বিবেচিত হয়।
তবে আশার বিষয়, বাইডেনের প্রোস্টেট ক্যানসার হরমোন-সংবেদনশীল, অর্থাৎ হরমোন থেরাপির মাধ্যমে এটি নিয়ন্ত্রণের সম্ভাবনা রয়েছে। এর আগেও ক্যানসারজনিত সার্জারি করিয়েছেন বাইডেন গত সেপ্টেম্বরে ‘মোহস সার্জারি’ করান। এই সূক্ষ্ম অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার তালুতে থাকা ক্যানসার কোষ অপসারণ করা হয়। মোহস সার্জারির বৈশিষ্ট্য হলো—সুনির্দিষ্টভাবে ক্যানসারযুক্ত অংশ কেটে ফেলে স্বাভাবিক টিস্যু অক্ষত রাখা।

আগামী মাসে বাইডেন ৮৩ বছর পূর্ণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page