নিজস্ব প্রতিবেদক :
বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের অংশ হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতাল ক্যাম্পাসে বিশেষ অভিযান চালিয়েছে।
এ কর্মসূচির আওতায় এদিন সকাল থেকে আনন্দবাজার মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি ড্রেন, নর্দমা, ফুটপাত ও ক্যাম্পাসে জমে থাকা ময়লা পরিষ্কার করা এবং মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের মোট ১,৩০০ কর্মী অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সদস্য, বুয়েট ও ডিএমসি প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কর্মীরাও এতে অংশ নেন।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকালে একটি র্যালিরও আয়োজন করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল–১) ডা. ফারিয়া ফয়েজ, ডাকসুর ভিপি আবু সাদিক এবং বুয়েট ও ডিএমসি প্রশাসনের কর্মকর্তারা।