October 27, 2025, 7:31 pm
Headline :

গাজার যুদ্ধবিরতি তদারকিতে ইসরায়েলে পৌঁছাচ্ছে আমেরিকান সেনাদল

আন্তর্জাতিক ডেস্ক :
গাজার বিরতি কার্যকরকরণ ও তদারকির একটি বহুজাতিক মিশনের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর একটি দল ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে, জানায় প্রত্যক্ষ সূত্রগুলো। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এবিসি নিউজ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় ২০০ সদস্যের দল এই সপ্তাহান্তে ইসরায়েলে পৌঁছাবে। ইতিমধ্যে মার্কিন সেনা সদর দপ্তরের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার দেশটিতে গেছেন।

মিশনের লক্ষ্য ও কাঠামো কর্মকর্তারা জানান,

এই দল গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও সমন্বয়ে একটি যৌথ নিয়ন্ত্রণকেন্দ্র গঠনে সহায়তা করবে। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তফসিলভিত্তিক কার্যক্রম ও তথ্যানুবর্তিতার দায়িত্বে অংশ নেবে।

একই সঙ্গে তারা পরিষ্কার করে দিয়েছেন যে কোনও আমেরিকান সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবেন না; মাঠ পর্যায়ের কাজগুলো মূলত স্থানীয় এবং বহুজাতিক অংশীদারদের মাধ্যমে পরিচালিত হবে।

অংশীদার দেশসমূহ :

মিশনে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও থাকবে। দলটির কেন্দ্রীয় পরিচালনা হবে মিশর থেকে।

প্রাসঙ্গিকতা :

এ মিশনের মাধ্যমে মানবিক ত্রুটির পরিপ্রেক্ষিতে যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জিম্মি-হ্যান্ডলিং প্রক্রিয়ায় আন্তর্জাতিক তদারকির চেষ্টা বাড়ছে—অনলাইনে প্রকাশিত বিশ্লেষণ ও কূটনৈতিক পর্যবেক্ষণে এর কূটনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা প্রভাব নিয়ে নানা প্রশ্ন উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page