নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে অমানবিক এক ঘটনা ঘটেছে—বাধা দেওয়া হয় মায়ের লাশ দাফনে।
বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জের মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫)। পরদিন সকালে তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য নিজ বাড়িতে আনা হয়।
কিন্তু দাফনের আগ মুহূর্তে দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে, বাধা দেওয়া হয় মায়ের দাফনেও।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়দের বহু চেষ্টার পরও দাফন সম্ভব না হলে খবর পেয়ে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
তিনি দুই পক্ষকে বোঝান ও সমঝোতায় আনেন। অবশেষে ঘটনার ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুর ২টায় সম্পন্ন হয় আমেনা বেগমের দাফন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল, যা এমন অমানবিক পরিস্থিতি তৈরি করেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।”