October 27, 2025, 7:31 pm
Headline :

ইসরাইলি কারাগারে বিশুদ্ধ পানি-ওষুধ থেকে বঞ্চিত: গ্রেটা থুনবার্গ

অনলাইন ডেস্ক :

ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার পর কারাগারে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার সঙ্গে আটক হয়ে দেশে ফেরার পর মঙ্গলবার স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের বিশুদ্ধ পানি দেওয়া হয়নি, যাদের ওষুধ প্রয়োজন ছিল, তারাও তা পাননি।”

ব্যক্তিগত অভিজ্ঞতা বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করে থুনবার্গ বলেন, “আমি চাই না এই খবরের মূল শিরোনাম হোক যে, গ্রেটাকে নির্যাতন করা হয়েছে। আসল বিষয়টি গাজাবাসীর দুর্দশা।”

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তারা আগেই দাবি করেছে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো অসদাচরণ করা হয়নি এবং তাদের সব আইনি অধিকার নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের একটি ত্রাণবাহী নৌবহরে করে গাজার উদ্দেশে রওনা হলে থুনবার্গসহ ৪৭৮ জনকে আটক করে ইসরাইলি বাহিনী। সোমবার তাকে সুইডেনে ফেরত পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page