October 27, 2025, 9:38 pm
Headline :

পিটিআইয়ের সানাম জাভেদ গ্রেফতার

 আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) পেশাওয়ার থেকে জোরপূর্বক তাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছেন পিটিআই নেতারা। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভি। 

প্রতিবেদন অনুযায়ী, সানাম জাভেদের গাড়ি থামিয়ে তাকে জোরপূর্বক নামিয়ে গ্রেফতার করা হয়। 

জোরপূর্বক গ্রেফতার

পিটিআই নেতাদের বর্ণনা অনুযায়ী, পেশাওয়ারের এক ব্যস্ত সড়কে দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথ রোধ করে।

পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগযোগমাধ্যম এক্সে লেখেন, সানাম জাভেদকে জোর করে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধেই অন্য গাড়িগুলোর একটিতে তুলে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, ঘটনাটি প্রকাশ্য সড়কে, মানুষের চোখের সামনেই ঘটে এবং এতে তার সহযাত্রীরা হতবাক হয়ে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page