October 27, 2025, 5:25 pm
Headline :

অবৈধ হাউসিং কোম্পানির বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কঠোর অভিযান

স্টাফ রিপোটার :

রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন অবৈধ হাউসিং কোম্পানিগুলো সরকারি অনুমোদন না নিয়ে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে এবং জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে ব্যবসা পরিচালনা করছে, এরকম অসংখ্য অভিযোগের ভিত্তিতে আজ পাঁচটি হাউসিং কোম্পানিতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।রূপগঞ্জ উপজেলায় যে সকল হাউসিং কোম্পানিগুলো অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে, তাদের কোনোভাবেই অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।


হাউসিং কোম্পানি পরিচালনা করতে হলে অবশ্যই সরকারি বৈধ অনুমোদন প্রয়োজন। উপজেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে— জনস্বার্থে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে, এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না। অভিযানটি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেল জনাব ফরিদ-আল-সোহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page