October 27, 2025, 5:25 pm
Headline :

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ডাকাতির নাটক দেখে পুলিশও অবাক

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর ডাকাতির নাটক দেখে পুলিশও অবাক

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে নিজের দোকানে গ্রাহকদের জমা রাখা স্বর্ণ আত্মসাৎ করার পরিকল্পনায় সাজানো ‘ডাকাতির নাটক’-এর রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দোকান মালিক শুভ দাস (৩৫), সহযোগী আমানত হোসেন রানা (২৭), সোহান মিয়া (২১), শরীফ খান (২২) ও সবুজ মিয়া (২৭)। এছাড়া আরও একজন পলাতক রয়েছে। তাদের কাছ থেকে ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল, চাকু ও ডাকাতির সময় ব্যবহৃত বক্স উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় ‘অভি অলংকার’ নামে একটি দোকানে ডাকাতির অভিযোগ করেন মালিক শুভ দাস। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা তার গলায় ছুরি ধরে লকার থেকে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে এবং তাকে ছুরিকাঘাত করেছে।

ঘটনার পর পুলিশ তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই বের করে ফেলে আসল রহস্য। পুলিশ জানায়, দোকান মালিক শুভ দাস নিজেই গ্রাহকদের স্বর্ণ আত্মসাৎ করার উদ্দেশে এই নাটক সাজান। তিনি ৫ লাখ টাকায় তার পরিচিত মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানার সঙ্গে মৌখিক চুক্তি করেন ‘ডাকাতির ঘটনা’ বাস্তবায়নের জন্য।

পরিকল্পনা অনুযায়ী ৫ অক্টোবর রাতে সাজানো নাটকটি বাস্তবায়ন করা হয়। লকারে রাখা ছিল ভুয়া স্বর্ণ, আর ছুরিকাঘাতের ঘটনাটিও ছিল অভিনয়ের অংশ।

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “ব্যবসায়ী শুভ দাস নিজের স্বার্থে এমন প্রতারণার নাটক সাজিয়েছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে পুরো ঘটনাটি উদ্ঘাটন করেছি।”

পুলিশ জানিয়েছে, ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং উদ্ধার করা স্বর্ণ আদালতের নির্দেশনা অনুযায়ী সংরক্ষণে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page