October 27, 2025, 9:43 pm
Headline :

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

ভারতের প্রধান বিচারপতির দিকে জুতা ছুঁড়ে মারলেন আইনজীবী

অনলাইন ডেস্ক

বিচারিক কার্যক্রম চলাকালীন ভারতের সুপ্রিম কোর্টে নজিরবিহীন ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের দিকে জুতা ছুঁড়ে মারেন রাকেশ কিশোর নামের ৭১ বছর বয়সী এক আইনজীবী।

এনডিটিভির তথ্য অনুযায়ী, জুতাটি বিচারকের বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। তবে ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে দিল্লি পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনায় বিচলিত না হয়ে প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে বলেন, “আমিই শেষ ব্যক্তি, যিনি এই ধরণের ঘটনায় আক্রান্ত হতে পারি।” এরপর তিনি বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যান।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সকাল ১১টা ৩৫ মিনিটে ১ নম্বর আদালতে এ ঘটনা ঘটে। রাকেশ কিশোর স্পোর্টস জুতা বের করে প্রধান বিচারপতির দিকে নিক্ষেপ করেন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য। আদালত থেকে বের করার সময় তিনি চিৎকার করে বলেন, “ভারত সনাতন ধর্মের অপমান সহ্য করবে না।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, খাজুরাহো মন্দিরে বিষ্ণু মূর্তি পুনরুদ্ধারের আবেদনের শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন ওই আইনজীবী। তবে এ ঘটনায় বিচারপতি গাভাই অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন, আদালতের কাজকর্ম যথারীতি চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page