October 27, 2025, 10:24 pm
Headline :

ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

ব্যারাকে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগ থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে মোহাম্মদ মোহন মজুমদার (৩৫) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। িকনস্টেবল মোহন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের আলী মজুমদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের ডিউটি শেষে শুক্রবার ভোরে তিনি ব্যারাকে ফিরে এসে ঘুমাতে যান। পরদিন দুপুরে সহকর্মীরা খাবারের জন্য ডাকার পরও কোনো সাড়া না পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

ডিসেম্বরে আসছে সংশোধিত বাজেট, বাড়তি ব্যয় নিয়ে সরকারের দুশ্চিন্তা

রাজশাহীতে কলাবাগান থেকে যুবকের মরদেহ উদ্ধারনিজস্ব প্রতিবেদক

রংপুরে অ্যানথ্রাক্সের অর্ধশত মানুষ আক্রান্ত, দুই শতাধিক গরুর মৃত্যু

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোহন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্‌-আল-ফারুক। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

সহকর্মীদের উপস্থিতিতে থানায় প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page