October 27, 2025, 9:43 pm
Headline :

দোহায় ইসরাইলি হামলা নিয়ে যা বললেন হামাস নেতা

 আন্তর্জাতিক ডেস্ক :
কাতারের দোহায় ইসরাইলি হামলার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা খালিল আল-হাইয়া। 

কাতার ও মিশরের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের প্রধান আল-হাইয়া আল-আরাবি টেলিভিশনে প্রচারিত এক রেকর্ডকৃত বার্তায় বক্তব্য দেন। গত ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলি হামলার পর এই প্রথম তিনি প্রকাশ্যে বার্তা দিলেন। 

এ সময় দোহায় ইসরাইলি হামলায় নিহত তার ছেলে ও সহকর্মীদের জন্য শোক প্রকাশের পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, ব্যক্তিগত বেদনা ফিলিস্তিনি জাতির সম্মিলিত ত্যাগ থেকে আলাদা নয়।

আল-হাইয়া বলেন, ‘আজ আমরা যন্ত্রণা ও গৌরব—দুয়ের ছায়াতেই বাস করছি।’

তিনি জানান, তিনি নিজের পরিবারের সদস্যের মৃত্যু আর গাজায় নিহত হাজারো ফিলিস্তিনির মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য করেন না।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমি আমার সন্তান ও গাজায় দখলদার বাহিনীর হাতে নিহত কোনো ফিলিস্তিনি শিশুর মধ্যে কোনো পার্থক্য করি না।’

আল-হাইয়া উল্লেখ করেন, এসব ক্ষয়ক্ষতির পেছনে একটিই মূল কারণ— দখলদার ইসরাইলের অব্যাহত অপরাধ। 

তিনি তার ছেলেসহ নিহতদের শহিদ আখ্যা দিয়ে বলেন, তাদের রক্তই ‘মুক্তির পথ প্রশস্ত করছে।’

তিনি আরও বলেন, গাজার ধৈর্য ও দৃঢ়তা জাতীয় ও ঐতিহাসিক সংগ্রামের প্রতীক।

হামাসের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমরা এই বৃহৎ পরিবারের অংশ — ফিলিস্তিনি জাতির পরিবার, বিশেষ করে গাজার মানুষ, যারা আজ তাদের সংগ্রাম, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে গোটা জাতিকে প্রতিনিধিত্ব করছে— এমন ত্যাগ যা ইতিহাসে বিরল।’

বক্তব্যে আল-হাইয়া ‘শতবর্ষেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিনের সংগ্রাম’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, বর্তমান যুদ্ধ সেই দীর্ঘ ঐতিহাসিক লড়াইয়েরই ধারাবাহিকতা, যা ইসরাইলি ও পশ্চিমা ষড়যন্ত্রের বিরুদ্ধে চলছে।

তিনি ফিলিস্তিন মুক্তির লক্ষ্যে হামাসের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, এই মুক্তি হবে ‘নদী থেকে সাগর পর্যন্ত’— এবং দখলদারদের ‘গণহত্যামূলক যুদ্ধ ও পশ্চিমা সহযোগিতার’ মুখেও দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page