অনলাইন ডেস্ক
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে যৌনকর্মীদের ওপর হামলা ও ডাকাতির দায়ে দুই ভারতীয় নাগরিককে পাঁচ বছরের বেশি কারাদণ্ড এবং ১২টি করে বেত্রাঘাতের সাজা দিয়েছে আদালত।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) দেশটির আদালত এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন—২৩ বছর বয়সী আরোক্কিয়াসামি ডেইসন ও ২৭ বছর বয়সী রাজেন্দ্রন মায়িলারাসন।
মামলার নথিতে উল্লেখ করা হয়, গত ২৪ এপ্রিল তারা ছুটি কাটাতে ভারতে থেকে সিঙ্গাপুরে যান। দুদিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হেঁটে বেড়ানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি তাদের যৌন সেবা নেওয়ার প্রস্তাব দেন এবং যোগাযোগের ঠিকানা দেন।
পরবর্তীতে আরোক্কিয়াসামি প্রস্তাব দেন, টাকার প্রয়োজনে নারীদের কাছ থেকে ডাকাতি করা যেতে পারে। রাজেন্দ্রনও তাতে সম্মতি দেন।
প্রথম ঘটনায় তারা এক হোটেল কক্ষে গিয়ে একজন যৌনকর্মীর হাত-পা বেঁধে মারধর করে। এরপর গয়না, নগদ ২ হাজার সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট ও ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়। একই দিন রাত ১১টার দিকে তারা আরেকজন নারীর সঙ্গে দেখা করার নাম করে আরেকটি হোটেলে প্রবেশ করে। একই কৌশলে ভুক্তভোগীর কাছ থেকে ৮০০ ডলার, দুটি মোবাইল ফোন ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
পরদিন দ্বিতীয় ভুক্তভোগী অন্যজনকে ঘটনাটি জানানোর পর পুলিশে খবর দেওয়া হয়। এভাবে তাদের খোঁজ মেলে এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে দোষ স্বীকার করলেও তারা লঘু শাস্তির আবেদন করেছিলেন।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী, ডাকাতির সময় যদি ভুক্তভোগীকে স্বেচ্ছায় আঘাত করা হয়, তবে ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১২ দফা বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়।