নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়ায় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম আনোয়ার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগরে এ ঘটনা ঘটে।
আহত শামিম আনোয়ারকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে ইজারাদার মো. আলমগীর দাবি করেন, পৌরসভা থেকে বৈধভাবে স্ট্যান্ডের ইজারা নেওয়ার পরও পুলিশ তাঁদের কাজে বাধা দিচ্ছে। তিনি বলেন, “আমরা ২৫ লাখ টাকায় স্ট্যান্ডের ইজারা নিয়েছি। অথচ এএসপি আমাদের টাকা তুলতে দিচ্ছেন না। আগে আমাদের দুইজনকে জেলে পাঠিয়েছেন, আজও লোকজনকে আটক করছিলেন।”
অন্যদিকে এএসপি শামিম আনোয়ার ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁর ভাষ্য, নিয়মিত টহলের সময় তিনি দুইজনকে সড়কে টাকা তুলতে দেখেন। নিষেধাজ্ঞার কথা বলতেই প্রায় ৩০-৩৫ জন তাঁর ওপর হামলা চালায়। তিনি জানান, “প্রথমে কিল-ঘুষি, পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর আমি অচেতন হয়ে পড়ি।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সতর্কবার্তা দিয়েছিলেন এএসপি শামিম আনোয়ার। তিনি তখনও সম্ভাব্য হামলার আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন।