আন্তর্জাতিক ডেস্ক,
সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তিকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর আদলে শক্তিশালী জোট গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, সৌদির সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে অনুরূপ চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই উদ্যোগ বিস্তৃত হয়ে ‘নতুন ন্যাটো’তে পরিণত হতে পারে এবং পাকিস্তান ৫৭ মুসলিম দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
ইসহাক দার আরও উল্লেখ করেন, গত মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো হামলার সময় যদি এই চুক্তি কার্যকর থাকত, তবে পাকিস্তানের ওপর আঘাতকে সৌদি আরবের ওপর হামলা হিসেবেও গণ্য করা হতো।
উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, পাকিস্তান ও সৌদি আরবের যেকোনো একটির ওপর হামলা হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।
পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির এ চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষজ্ঞদের মতে, এর ফলে কার্যত সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার নিরাপত্তার আওতায় এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রসঙ্গ স্পষ্ট করেনি।
সূত্র: দ্য নিউজ পিকে