October 27, 2025, 10:15 pm
Headline :

মহাসড়কে প্রাইভেটকার ‘থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল’

মহাসড়কে প্রাইভেটকার ‘থামিয়ে ডাকাতি, ভিডিও ভাইরাল’

স্টাফ রিপোর্ট,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে দুর্ধর্ষ ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনার স্থান ও সময় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে থেমে থাকা একটি প্রাইভেটকারকে ঘিরে ফেলেছে কয়েকজন ডাকাত। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে সাহায্য চাইলে এক ডাকাত রামদা দিয়ে আঘাত করে।

তবে আশপাশের অন্যান্য গাড়ি থামেনি; বরং দ্রুত চলে গেছে। ঘটনাটির ভিডিওটি এমনই একটি গাড়ি থেকে ধারণ করা হয়, যা বর্তমানে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘটেছে বলে দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে একটি প্রাইভেটকারে ডাকাতি করছে একদল ডাকাত। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

এ সময় গাড়ির দুই আরোহী হাত উঁচিয়ে অন্য গাড়ির আরোহীদের কাছে সাহায্য চাইতে দেখা যায়। সঙ্গে সঙ্গে রামদা দিয়ে তাকে আঘাত করে এক ডাকাত। এ সময় অন্য গাড়িগুলো না থেমে তাদের পাশ দিয়ে চলে যায়। তেমনই একটি গাড়ি থেকে ভিডিওটি ধারণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page