October 28, 2025, 12:17 am
Headline :

গাজায় অভিযান বন্ধে ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

গাজায় অভিযান বন্ধে ট্রাম্পের আহ্বানে সাড়া নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় সামরিক অভিযান স্থগিত করার আহ্বান জানানোর পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দিয়েছেন। নেতানিয়াহুর অফিস বলেছে—গাজায় যুদ্ধবিরতি আনতে ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন, তার প্রাথমিক ধাপ বাস্তবায়নের জন্য ইসরায়েল প্রস্তুত।

গত সপ্তাহে ট্রাম্প ২০ দফা সম্বলিত একটি প্রস্তাব উপস্থাপন করেন, যা গাজায় যুদ্ধবিরতি ও অঞ্চলের প্রশাসনিক বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছে। ইসরায়েল আগেই ওই প্রস্তাবে সম্মতি জানানোর কথা জানিয়েছিল এবং শুক্রবার গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও একই প্রস্তাব মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হামাসের উচ্চ কমান্ড শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে—তারা ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী বন্দি থাকা সকল ব্যক্তিকে মুক্তি দেওয়ার এবং গাজার প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের জন্য সম্মত। হামাসের এই ঘোষণার পরই প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, “ইসরায়েলকে অবিলম্বে গাজার ওপর বombাবর্ষণ ও সামরিক অভিযান বন্ধ করতে হবে।”

ট্রাম্পের পোস্টের পরই ইসরায়েল সরকারের পক্ষ থেকে বিবৃতি আসে। সেখানে বলা হয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্প যে দৃষ্টিভঙ্গি পোষণ করেন, তা ইসরায়েলের নীতির সাথে সঙ্গতিপূর্ণ। গাজায় যুদ্ধবিরতি আনার লক্ষ্যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনকে পূর্ণ সহযোগিতা করব এবং প্রস্তাবিত পরিকল্পনার প্রাথমিক ধাপগুলো কার্যকর করার জন্য প্রস্তুত।”

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page