October 28, 2025, 12:17 am
Headline :

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতির মৃত্যু

 আন্তর্জাতিক ডেস্ক :
ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভারতের নাগপুরের হোটেল ব্যবসায়ী ও উদ্যোক্তা জাভেদ আক্তার ও তার স্ত্রী নাদিরা গুলশান নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) ইতালির গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ সেপ্টেম্বর ফ্রান্স থেকে হলিডে শুরু করেছিলেন জাভেদ-নাদিরা। সঙ্গে ছিল তিন সন্তান—দুই মেয়ে আরজু ও শিফা এবং ছেলে জাজ়েল আখতার।  ফ্রান্স থেকে তারা সপরিবারে ইতালি পৌঁছান। ঘটনার দিন ইতালির বিভিন্ন জায়গা ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাদের। সে জন্য তারা একটি নাইন-সিটার মিনিবাস ভাড়া করেন। অরেলিয়া হাইওয়েতে মিনিবাসটি একটি ভ্যানে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতি ও মিনিবাস চালকের।

দুর্ঘটনায় তিন ছেলে মেয়ের মধ্যে আরজ়ুর মাথার আঘাত গুরুতর হওয়ায় তাকে সিয়েনার লি স্কট হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, শিফা এবং জাজ়েলকে ফ্লোরেন্স এবং গ্রোসেটোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছে, ‘গ্রোসেটোর কাছে দুর্ঘটনায় নাগপুরের দুই ভারতীয় নাগরিকের মৃত্যুতে দূতাবাস আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। নিহতদের পরিবারের সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে। আমরা পরিবারকে সবরকম সহায়তা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page