January 13, 2026, 10:58 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল জুম্ম ছাত্র-জনতা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল জুম্ম ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক :

খাগড়াছড়িতে চার দিনের অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানানো এবং প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের কার্যক্রম ও দাবিগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সেখানে তারা ৮ দফা দাবি উপস্থাপন করেন। প্রশাসন দাবি বাস্তবায়ন ও ১৪৪ ধারা প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় অবরোধ স্থগিত হয়।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছিল সংগঠনটি। অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর গুইমারার রামসু বাজার এলাকায় সহিংস সংঘর্ষ হয়, যাতে তিনজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

মঙ্গলবার দুপুরে সংঘর্ষকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ ঘটনায় তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে ১৪৪ ধারা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *