আন্তর্জাতিক ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় আবারও বেড়েছে হতাহতের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, এর ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০ জনে।
অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ৬৬ হাজার ৫৫ জন। আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় পড়ে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
আরও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৪, অনাহারে প্রাণ গেল আরও তিনজনের
গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ৫০ জনের মরদেহ স্থানীয় হাসপাতালে আনা হয়। একই সময়ে আহত হয়েছেন ১৮৪ জন। এছাড়া, মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন অন্তত ৪৮ জন। শুধু ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে, আহত হয়েছেন প্রায় ১৮ হাজার ৮১৭ জন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৮ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়েছে, যা ইতোমধ্যেই ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং আহত করেছে প্রায় ৫৬ হাজার ফিলিস্তিনিকে। এর মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করেছে তেলআবিব।
এর আগে, ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসাথে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।
সূত্র: আল জাজিরা, আনাদোলু