আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলা ও অগ্নিসংযোগে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আটজন। হামলাটি ঘটে গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ল্যাটার-ডে সেন্টসের জেসাস ক্রাইস্ট চার্চে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রার্থনার সময় গির্জার সামনের অংশে একটি গাড়ি চালিয়ে ঢুকে পড়ে এক বন্দুকধারী। এরপর তিনি এলোপাতাড়ি গুলি চালান এবং গির্জায় আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আরও হতাহতের আশঙ্কা তৈরি হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন। বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয় এবং শেষ পর্যন্ত পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন। প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় থমাস জ্যাকব সানফোর্ড (৪০) হিসেবে নিশ্চিত করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণ ও হামলাকারীর সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাতে তারা সন্ধ্যায় আনুষ্ঠানিক ব্রিফিং করবেন।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরতলির এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, আগুন লাগা ভবনের ভেতরে আরও হতাহত থাকতে পারে।
সূত্র: সিএনএন