October 27, 2025, 11:56 pm
Headline :

‘কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না উত্তর কোরিয়া’

‘কখনোই পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না উত্তর কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক,

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে স্পষ্ট ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া— তারা কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না। সোমবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম সন জিয়ং বলেন, “পারমাণবিক কর্মসূচি ত্যাগের দাবি আসলে আমাদের সার্বভৌমত্ব ও অস্তিত্বের অধিকার কেড়ে নেওয়ার শামিল।”

২০১৮ সালের পর প্রথমবার জাতিসংঘে বক্তব্য রাখলেন উত্তর কোরিয়ার কোনও জ্যেষ্ঠ কর্মকর্তা। কিম সন জিয়ং তার বক্তব্যে জোর দিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রের অধিকার তাদের সংবিধানে সুরক্ষিত এবং এটি আলোচনার বাইরে। তিনি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার কড়া সমালোচনা করে দাবি করেন, এসব কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং জাতিসংঘে নিজের ভাষণে প্রতিশ্রুতি দেন, উত্তেজনা প্রশমনে তারা কাজ করবে। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হলেও শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক উন্নয়নের মাধ্যমে তা সম্ভব।

আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। দক্ষিণ কোরিয়ার দাবি, বর্তমানে পিয়ংইয়ং অন্তত চারটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিচালনা করছে। এসব কেন্দ্র থেকে বছরে প্রায় ২০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে।

এরই মধ্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সামরিক বাহিনীকে পারমাণবিক সক্ষমতা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, “পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরও ধারালো করতে হবে।”

সূত্র: রয়টার্স, এমকে নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page