আন্তর্জাতিক ডেস্ক
জেন-জির আন্দোলনের মুখে ক্ষমতা হারানো নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসে জানিয়েছেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। বরং নেপালকে সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাবেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভক্তপুরের গুন্ডুতে দলের যুব শাখার আয়োজিত এক সভায় ওলি প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা কি মনে করেন, আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে দেশ ছেড়ে পালাব?”
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার ১৮ দিন পর এটি ছিল তার প্রথম জনসম্মুখে বক্তব্য। তিনি বলেন, “আমরা দেশকে শান্তি ও সুশাসনের পথে ফেরাবো।”
চলতি মাসের শুরুতে দুর্নীতি, অনিয়ম ও বেকারত্বের প্রতিবাদে জেন-জির নেতৃত্বে রাজপথ উত্তাল হয়। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করলে আন্দোলন আরও সহিংস হয়ে ওঠে। গত ৮ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১৯ জন নিহত হন, আহত হন কয়েকশ। এর জেরে ৯ সেপ্টেম্বর পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি।
এরপর সেনাবাহিনীর নিরাপত্তায় নয় দিন গোপনে থাকার পর ১৮ সেপ্টেম্বর তিনি গুন্ডুতে একটি ভাড়া বাড়িতে ওঠেন। তবে নতুন অন্তর্বর্তী সরকারকে ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের ফসল’ বলে অভিহিত করেন তিনি।
ওলির অভিযোগ, তার নিরাপত্তায় গাফিলতি করছে সরকার। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, আসুন ওলির নতুন বাসা খুঁজে বের করি এবং আক্রমণ করি। অথচ সরকার শুধু দেখছে।”
তিনি আরও দাবি করেন, তার সরকার কখনোই সশস্ত্র বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে নির্দেশ দেয়নি। বরং আন্দোলনে ‘অনুপ্রবেশ’ হয়েছে, যা তদন্ত করা জরুরি। তার ভাষায়, “বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছিল এমন স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে, যা পুলিশের কাছে নেই। এর পেছনে ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা দরকার।”
ওলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমি ক্ষমতায় থাকাকালীন সরকারি কর্মকর্তাদের যে নির্দেশ দিয়েছি, তা প্রকাশ্যে আনুন।”