অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাড়ুতে তামিল অভিনেতা থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু ও ৫০-এরও বেশি আহত হওয়ার ঘটনায় তার রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানান, মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বুসি আনন্দ, নির্মল কুমার এবং ভিপি মাথিয়ালাগন-কে। তিনি বলেন, “টিভিকে দলের পক্ষ থেকে প্রথমে ১০ হাজার লোকের সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় ছিল দ্বিগুণেরও বেশি।”
নিহতদের মধ্যে শিশু থাকায় এই ঘটনাটি তামিলনাড়ু ও সারাদেশে তীব্র নিন্দার মুখে পড়েছে। রাজ্য নির্বাচনের আগে বিজয় তার তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন।
সমাবেশের সময় স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, হাজার হাজার মানুষ একটি প্রচারণার গাড়ি ঘিরে দাঁড়িয়ে ছিল, যার উপরে বিজয় বক্তব্য দিচ্ছিলেন। ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তিনি পানির বোতল ছুঁড়ে জ্ঞান হারানো সমর্থকদের সাহায্য করতে এবং পুলিশকে ডাকার চেষ্টা করেছেন।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহত প্রত্যেক পরিবারের জন্য ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পাশাপাশি, পদদলিত হওয়ার কারণ অনুসন্ধানের জন্য রাজ্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে।
বিজয় এ ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, তার টিভিকে দল রাজ্যের শাসক দল ডিএমকে এবং ভারতের কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।