আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভারতের হয়ে বক্তব্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর পাকিস্তানকে তীব্র সমালোচনা করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) দেওয়া তার ভাষণে জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের কেন্দ্র’ হিসেবে ইঙ্গিত করে বলেন, সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করা কোনো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো উচিত।
জয়শঙ্করের ভাষ্য, “যখন কোনো দেশ সন্ত্রাসবাদকে সরকারি নীতি হিসেবে গ্রহণ করে, যখন সন্ত্রাসবাদের হাব সক্রিয় থাকে এবং সন্ত্রাসী কর্মযজ্ঞ প্রশ্রয় পায় — তখন সেই কাজকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা করতে হবে।” তিনি দাবি করেন, গত কয়েক দশক ধরে ভারতে ঘটে যাওয়া বহু সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে।
ভারতীয় মন্ত্রী আরও বলেন, ভারত স্বাধীনতা থেকে সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে এবং নিজেদের জনগণ রক্ষার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, “যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের ন্যায়বিচারের আওতায় আনা হয়েছে।”
সন্ত্রাসবাদের অর্থায়ন রোধ করার উপর জোর দিয়ে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের পুরো বাস্তুতन्त्रের ওপর চাপ প্রয়োগ করে এর উৎস ও প্রশ্রয়দাতাদের বিচ্ছিন্ন করতে হবে। তিনি সতর্ক করেন, সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করার ফলে সেই দেশগুলোই এর পাল্টা ক্ষতির মুখে পড়তে পারে।
সূত্র: এনডিটিভি