October 27, 2025, 9:25 pm
Headline :

জাতিসংঘ ভবনের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার

জাতিসংঘ ভবনের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার বিএনপি কর্মী রিয়াজ রহমান। ছবি: সংগৃহীত

জেডটিভিবাংলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনায় ছাত্রলীগের এক নেতা মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ যুক্তরাষ্ট্র বিএনপির কর্মী রিয়াজ রহমান হোসাইনকে আটক করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগে রিয়াজ রহমানকে ঘটনাস্থল থেকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হৃদয় মিয়াকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হৃদয় মিয়া অভিযোগ করেন, বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ এক ব্যক্তি তাকে ও আওয়ামী লীগকে গালাগালি শুরু করেন। প্রতিবাদ জানালে ওই ব্যক্তি অতর্কিতে মাথা, ঘাড় ও মুখে আঘাত করেন। পরে পুলিশ দুজনকেই আটক করলেও প্রত্যক্ষদর্শীর বর্ণনায় হামলাকারী হিসেবে রিয়াজকে গ্রেপ্তার করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ জানান, রিয়াজ বিএনপির কর্মী এবং তাকে দ্রুত ছাড়া হবে বলে আশা করছেন। তার দাবি, ছাত্রলীগ নেতা আগে থেকেই বিএনপি নেতাদের গালিগালাজ করছিলেন, এর জের ধরেই হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার পর জাতিসংঘ অধিবেশন চলাকালে প্রবাসী বাংলাদেশি রাজনীতিকদের উপস্থিতি ঘিরে নিউইয়র্কে রাজনৈতিক উত্তেজনা আরও প্রকট হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page