October 27, 2025, 9:25 pm
Headline :

গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত আরও ৬০ ফিলিস্তিনি

গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত আরও ৬০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই রক্তক্ষয়ী অভিযানে আহত হয়েছেন অন্তত ১৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৫৪৯ জনে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার কাজ চলছে ধীর গতিতে—জনবল ও সরঞ্জামের অভাবে।

এদিকে, শুধু বসতবাড়ি নয়, ত্রাণ সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদেরও টার্গেট করছে ইসরায়েলি সেনারা। শুক্রবার খাদ্য ও সাহায্য নিতে গেলে আরও ৫ জন নিহত এবং ৩৩ জন আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকেই গাজায় এই যুদ্ধ শুরু হয়। জিম্মি মুক্তি ও হামাসকে নির্মূল করার অজুহাতে ইসরায়েলি অভিযান এখনো চলছে।

আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে তীব্র সমালোচনা উঠেছে। যুদ্ধাপরাধের অভিযোগে গত নভেম্বরে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলাও চলছে।

তবে আন্তর্জাতিক সমালোচনা বা চাপ—কোনোটাই পাত্তা দিচ্ছে না নেতানিয়াহুর সরকার। তাদের ঘোষণা, হামাস সম্পূর্ণ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: আলজাজিরা ও আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page