October 27, 2025, 9:29 pm
Headline :

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন শেহবাজ ও আসিম মুনির

ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসছেন শেহবাজ ও আসিম মুনির

আন্তর্জাতিক ডেস্ক

ওয়াশিংটনে শিগগিরই বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচিত এ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও যোগ দিতে পারেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, দ্য ডন ও জিও নিউজ।

কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির কয়েক সপ্তাহ পরই এই বৈঠক হতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক উষ্ণ হলেও ভারত-আমেরিকা সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে রয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম বলছে, বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াই, অর্থনীতি ও বাণিজ্য ইস্যুতে আলোচনা হবে। এ ছাড়া গাজা পরিস্থিতি, ইরান ও কাতার প্রসঙ্গেও আলাপ হতে পারে।

মার্কিন কর্মকর্তারা জানান, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page